Blood web / DARK WEB



Surface Web থেকে Deep web।তারপর সামনে আসবে একটি অজানা ওয়েবপোর্টাল যার নাম ডার্কওয়েব।আপনাদের অনেকের হয়ত মনে হতে পারে ডার্ক ওয়েব কোন একক ওয়েবসাইট বা প্লাটফর্মের নাম।আসলে এটি সম্পূর্ন একটি ইন্টারনেট প্রটোকল যা এক অন্ধকার ইন্টারনেট জগৎ।

ডার্ক ওয়েব এক্সেস নেওয়া কোন মুখের কথা নয়। এই এক্সেসের ধাপটি খুবই ভয়ানক এবং নিরাপত্তাহীন। প্রতিটি ধাপে রয়েছে ভয়ানক সব হ্যাকারদের হাতছানি। আপনার আমার মতো কোন সাধারণ জনগনের পক্ষে এই পোর্টালে নিরাপদভাবে প্রবেশ করা অসম্ভব।তাই,আমি আপনাদের অনুরোধ করছি আপনারা এই বিষয়গুলি অর্থাৎ Deep web এবং Dark webকে নিয়ে আগ্রহের বশবর্তী হয়ে কখনো কোন অজানা সাইটে বা প্লাটফর্ম এ ডুকবেননা এবং নিজের ক্ষতি করবেননা। আর আমি যে সাইটগুলির নাম রেফারেন্স হিসেবে দিয়েছি তা নিয়ে ঘাটাঘাটি করবেননা । যাইহোক চলুন এবার ডার্ক ওয়েবে প্রসঙ্গে।

ডার্কওয়েবে আপনি সকল প্রকার অবৈধ সরন্জাম সহজে পাবেন যা আমি Deep web এর সময়ও বলেছি ।কিন্তু Deep web এ এই মার্কেটপ্লেইস ততটা খোলাখুলিভাবে নেই যা Dark web এ রয়েছে। ডার্ক ওয়েবের এমনি অন্যতম একটি মার্কেটপ্লেইসের নাম ছিল SILK ROAD যেখানে সব ধরনের অবৈধ সরন্জাম যেমন, দামী মাদকদ্রব্য,অস্ত্র,মেডিসিন,মানুষের হাড় থেকে শুরু করে অসংখ্য সরন্জামসূহ একদম সহজে পাওয়া যেত।তবে দুই বছরের মধ্যেই সাইটটিকে ব্যান করে দেওয়া হয়। কিন্তু সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো এই দুই বছরের মধ্যেই সাইটটিতে রিনিউ হয়েছিল $187 Billion ! আর সব অর্থ ট্রান্সফার হয় Bitcoin দ্বারা। Dark web এর একমাত্র কারেন্সি হলো Bitcoin। কারন Bitcoin এমন একধরনের কারেন্সি সিস্টেম যাকে ট্র্যাক করা যায়না।বলা হয় Bitcoin এর উন্নতির ক্ষেত্রে একটি বড় অবদান রেখেছে Dark web । যাইহোক SILK ROAD ব্যান করার পরও এর ভার্সন- 2,3 পর্যায়ক্রমে আসতে থাকে এবং সেগুলিও সরকার ব্যান করে দেয়। কিন্তু কিছু সময়ের ব্যাবধানে এর বিকল্প মার্কেটপ্লেইস হিসেবে আরও শত সাইট গড়ে তোলা হয় যা এখনও অব্যাহত আছে।

ফেইসবুক, ইউটিউবের যুগ। Live video, Live News এর সাথে অবশ্যই সকলে পরিচিত। প্রতিদিন যেমন লাখো live stream ফেইসবুক/ইউটিউবের মতো বিভিন্ন প্লাটফর্মে সম্প্রচারিত হয়।ঠিক তেমনি ডার্কওয়েবেও হয়। ধরুন, "আপনিও অজানা একটি অয়েবে ব্রাউজিং করার হঠাৎ ডুকে পড়লেন। আর সেইসময় একটি লাইভস্ট্রিমের নোটিফিকেশন আপনার পেইজে ভেসে উঠল এবং  আপনি প্রবেশ করলেন।সেখানে লাখো মানুষ জয়েন করছে এবং ম্যাসেজ দিচ্ছে বিভিন্ন ভাষায়,বিভিন্ন চিহ্নে।আর কিছুক্ষণের মধ্যেই লাইভস্ট্রিম শুরু হলো।আপনি দেখলেন একজন অচেনা ব্যক্তিকে একটি চেয়ারে বেঁধে রাখা হলো।আর ঠিক এই সময়ে অসংখ্য ভিউয়াররা ডোনেশন দেওয়া শুরু করলো এবং রিকোয়েস্ট করা শুরু করল। এমনি একটি ডোনেশন করা হয় 1/2k Bitcoin এবং রিকোয়েস্ট করা হলো "Cut his finger!" ঠিক তখনি স্ট্রিম করা লোকটি ওই বেঁধে রাখা ব্যাক্তির একটি আঙ্গুল কেঁটে দেয়।এমনি পর্যায়ক্রমে ডোনেশনও বাড়তে থাকে আর দর্শকদের চাওয়াও বাড়তে থাকে। আর এই স্ট্রিম এবং নৃশংসতা ততক্ষণ যাবৎ স্থায়ী থাকে যতক্ষণনা ভূক্তভোগির শেষ নিঃশ্বাসটা থাকে।"আর এমনি একটি ডার্কওয়েবের জনপ্রিয় লাইভ স্ট্রিমিং প্লাটফর্ম হলো RED ROOM।যেখানে প্রতিদিন অসংখ্য ব্যাক্তিকে কিডনাপ করে অথবা লোভ দেখিয়ে এনে বন্ধি করে নৃশংস যজ্ঞ পরিচালনা করা হয় এবং লাইভে সম্প্রচার করা হয়। আর ভুক্তভোগিরা এই সাধারন পৃথিবী থেকে হয়ে যায় MISSING!!। তবে RED ROOM সম্পর্কে বিশ্লেষকদের নানা মতামত রয়েছে।কেউ বলে এই সাইটে এক্সেস নেওয়া যায়না।আবার কেউবা বলে তারা এক্সেস নিয়েছে। তবে কিছু ডার্ক ওয়েবের কন্টেন্ট আপলোডাররা বিভিন্ন মুভি বা সিরিজ থেকে কিছু হরর সিন সংগ্রহ করে ডার্ক ওয়েবে Red room এর ভিডিও নাম দিয়ে চালান করে।

ডার্ক ওয়েবের কার্যকলাপের ধারনা যা দিয়েছি তা তো মাত্র শুরু । ডার্কওয়েবে আপনি HitMan Hire করতে পারবেন।হিটম্যান হলো প্রফেশনাল কিলার যারা টাকা নিয়ে খুন করে। তবে হিটম্যান ভাড়া করা সহজ কাজ নয়।আর সবচেয়ে আশ্চর্যের বিষয় হচ্ছে বেশিরভাগ হিটম্যান বা কিলার তারাই হয় যারা কিনা কোন একসময় কোনো দেশের মিলিটারি ফোর্সের সদস্য ছিল।কারন নিখুঁত অপারেশন বাস্তবায়ন করার ভালো অভিজ্ঞতা থাকে একজন মিলিটারির। এতে আপনি ভাববেন না যে ছোটখাটো খুনের জন্য হিটম্যান হায়ার করা হয়।এমনও অনেক আধিপত্যশীল ব্যাক্তিকে হত্যা করা হয়েছে যার কিলার হায়ার করা হয়েছিল এই ডার্কওয়েব থেকেই। 

ডার্কওয়েবে আপনি Custom Video এর জন্য Custom Person হায়ার করতে পারবেন। মনে করেন, কেউ একজন তাঁর ভোগের জন্য অথবা পৈশাচিক আনন্দের জন্য একজন ব্যাক্তিকে চায়। সেজন্য সে অর্ডার করলো একজন ব্যাক্তিকে যেমন আমরা অনলাইনে পন্য অর্ডার করি।ঠিক তেমনি অর্ডার করার সময় তাঁকে Description লিখতে হবে যে কাঙ্খিত ব্যাক্তির চেহারা,শারিরীক গঠন কেমন হতে হবে।আর কম্পানি অর্থাৎ যার কাছে অর্ডার পৌঁছছে সে অর্ডার পেয়ে কাঙ্খিত ব্যাক্তিকে হয়ত কিডনাপ নয়তো হাইজ্যাক কোন একভাবে নিয়ে আসবে। বাজেট যত বাড়বে আপনার কাঙ্খিত পন্যের তথা ব্যাক্তির মানও তত বেশী হবে। অর্ডার কিন্তু ঠিকই ঘরের দরজার সামনে পৌঁছে যাবে এতে কোন সন্দেহ নেই।যাইহোক, সে ব্যাক্তিকে নিয়ে লোকটি যা ইচ্ছা তা করতে পারে। ভোগও করতে পারে ,আবার ভিডিও করে RED ROOM এ আপলোড করতে পারে। Because, this videos are High demanded in here! আপনি ভাবতেও পারবেননা এরুকুম নৃশংস ভিডিও ডার্কওয়েবে কতটা মূল্যবান। 

আরও জঘন্যতম বিষয় হচ্ছে ডার্কওয়েবে মানুষের মাংস (Human flesh) এর প্রত্যেকদিন নতুন নতুন রেসিপি পাওয়া যায়। এরুপ একটি সাইট CANNIBAL CAFE। যেখানে মানুষের মাংস ভক্ষনকারী মানুষও দেখতে পারবেন, যারা সেখানে এসব বিষয়ের রেসিপি নিয়ে প্রতিদিন আপডেট দেয়।

ডার্ক ওয়েবে আরও কত জঘন্য মনুষ্যত্বহীন কাজ করা হয় তা এখানে বলতেও আমার বিবেকে বাঁধে। সেখানে ছোটছোট শিশুদের ধ"করে ভিডিও আপলোড করা হয় যা সেখানে high demanded।এমনি এক জঘন্যতম কন্টেন্ট ক্রিয়েটর Peter scully। এছাড়াও ডার্কয়েবে মৃত ব্যাক্তিদের ধ" করা হয় এবং সেগুলি ভিডিও করে মুভিও তৈরী করা হয়।যা এত জনপ্রিয় হয়ছিল যে মুভিগুলি কয়েকটি সারফেস ওয়েবেও চলে আসে। তবে আমি নিরাপত্তার স্বার্থে  মুভিগুলির নাম প্রকাশ করছিনা কারন মুভিগুলি সম্পূর্ণ অবৈধ। 

যাইহোক প্রিয় পাঠকগন।আমি অনেক স্থানেই বাংলিশ শব্দ ব্যবহার করেছি তাই দুঃখিত। লেখায় ভুল হলে ক্ষমা করবেন।আর যদি আপনারা ভালো রিভিউ দেন তাহলে আমি এই ডার্কওয়েব এর ব্যাবহারকারীদের থেকে শোনা কিছু সত্য ঘটনা আপনাদের শোনাব আরেকটি কন্টেন্টে। 

Iam BLACK A TRUE TELLER 
রেফারেন্স Many websites & Reddit

Post a Comment