ENTRY IN DARK WEB

 


শুভ মুহূর্ত । আশা করি আপনি ভালো আছেন এবং ভালো দলেই থাকুন।কারন এই আধার জগতে বিদ্যমান অসংখ্য অশুভ মূর্তিদের মাঝেও যে মহান আল্লাহ আপনাকে টিকে থাকার সামর্থ্য দিয়েছেন এর শুকুরিয়া কিসেই বা পূর্নতা লাভ করতে পারে তা আমরা নিজেরাও জানিনা। তাই আমরা সর্বদা বলবো আলহামদু লিল্লাহ।

আমি কন্টেন্টের শেষে না দিয়ে আগেই পরিচয়টা দিয়ে নিই কারন যাত্রা আমাদের অনেক দীর্ঘ । আমার নাম, BLACK (ছদ্মনাম) A true teller 

আমাদের সবার হাতেই বর্তমানে যোগাযোগের জন্য কোন না কোন প্রযুক্তি তো আছেই।আর সেসব প্রযুক্তি চলে কিনা নেটের মাধ্যমে মানে ইন্টারনেট । ইন্টারনেট হচ্ছে একটি কৃত্তিম অদৃশ্য জগৎ  যা এক সীমাহীন জগৎ। আর এখনতো কোন প্রশ্ন আমাদের মনে উঁকিঝুঁকি দিলেই জিজ্ঞাসা করি একজনের নিকট একনাম যার Google। যে তাঁর শাখা প্রশাখা পুরো পৃথিবীতে জালের ন্যাগ ছড়িয়ে রেখেছে।আর এখন বর্রতমানে আমরা তো শুধু গুগলেই আটকে নই; এখন কতকিছুইনা দরকার আমাদের YouTube, Tiktok,Facebook, twitter/X ইত্যাদি ইত্যাদি। আসলে এসব জানা রিডিং বলে সময় নষ্ট করার মতো সময়ও আমারও নেই তবুও বলছি কারন, যেহেতু আমি ডার্ক ওয়েবের বেসিক থেকে আলোচনা করতে চাচ্ছি তাই আপনার কিছু বেসিক জানা আবশ্যকীয় বলে আমি মনে করি।

আসলে আমরা যে সব প্লাটফর্ম ব্যাবহার করি সবই হচ্ছে ওয়েব বা ওয়েবসাইট। যাকে আপনি Normal Web বলতে পারেন।তবে একনামে এই সাধারণ সব ওয়েবকে বলা হয় Surface Web । সারফেস ওয়েব হচ্ছে যা সকলের জন্য উন্মুক্ত ওয়েব এবং যেখানে যে কেউ প্রবেশ করার পাশাপাশি এখান থেকে তথ্য ও সেবা পেতে পারবে।

সবথেকে গুরুত্বপূর্ণ এই সারফেস ওয়েব হলো পুরো ইন্টারনেট জগতের মাত্র 4% অংশ জুড়ে বিদ্যমান। 

যদি সারফেস ওয়েব আপনি ভেদ করেন তারপর সন্ধান পাবেন Deep web এর । যার নাম অনেকেই জানেন আবার কেউ সেখানে যাওয়ারও চেষ্টাও করেছেন। অনেকের ধারনা এখানে সব খারাপ মানুষ আছে ,খারাপ কাজ করে ।হ্যা এটা সত্য যে সেখানে খারাপ ব্যাক্তিদের কার্যকলাপ বেশী তবে কিছু ভালো কার্যক্রমও আছে। Deep web এ খারাপ কার্যকলাপ করেও কেউ ধরা পড়েনা কারন এখানে সবার আইডেন্টিটি hidden থাকে।ফলে কেউ কাউকে চিনেনা। ধরুন আপনি গেলেন Deep web এ আপনি সেখানে কী পাবেন?  সেখানে আপনি অসংখ্য হ্যাকারের সন্ধান পাবেন যারা সস্তায় আপনাকে যেকোনো কারোর আইডি (যেমন : ফেইসবুক বা ইন্সট্রাগ্রাম) হ্যাক করে দিবে। সেখানে আপনি ক্রেডিট বা ডেভিড কার্ডও নকল পাবেন।সস্তায় দামী  মাদকদ্রব্য পাবেন। পাসপোর্ট ভিসা থেকে শুরু করে যাবতীয় যত ছোটখাটো অবৈধ কপি করা জিনিস দরকার সেখানে সস্তায় পেয়ে যাবেন। তবে সেখানে আপনার আইডির সিকিউরিটি লেভেল থাকবে 5to10% এ।কারন সেখানে অসংখ্য হ্যাকাররা প্রতিযোগিতা করে প্রতিমূহুর্তে। এখন আপনি কখন যে তাদের মুখে পড়ে যান তাহলে আপনার ঘরের সিসিটিভি ফুটেজও তাদের হাতে যেতে কয়েক সেকেন্ডের ব্যাপার। আর আপনি যে ইউটিউব বা গুগল ব্যাবহার করেন সেগুলিও একধরনের Deep web।আরে ভয় পাবেন না। Deep web বললাম কারন Deep web এর বৈশিষ্ট্য অনুযায়ী সেখানে কারো আইডি বা একাউন্ট সার্ভারে সর্বদা সেভ করা থাকে।যার কারনে কারও ইউটিউব বা গুগল একাউন্ট সহজে যে কেউ হস্তক্ষেপ করতে পারেনা। ও আচ্ছা ভাই Deep web এ ডুকবেন কিভা‌বে?  না, গুগল দিয়ে হবেনা। Google নিজেই সারফেস ওয়েব।তবে আপদি এক্ষেত্রে একজনের সাহায্য পেতে পারেন। নাম Onion tether এটি একটি ব্রাউজার।যার মাধ্যমে Deep web এর সন্ধান পেতেও পারেন।তবে আমি সাজেস্ট করব না যাওয়ারই।আর যদি আপনি মনে করেন জীবনে আর কী আছে তাহলে Deep web এ যান। পরে আমার দোষ দিবেননা কিন্তু!

আসলে কন্টেন্টটা ছিল ডার্ক ওয়েব নিয়ে।আপনি বলছেন যে এসব কথা কেন বলছি ? কারন ডার্ক ওয়েব সম্পর্কে জানতে হলে আপনাকে আগে Deep web ও Surface web এর কিছু পরিচয় জানতে হবে .... কারন ধরেই গভীরে গেলে বুঝতে অসুবিধা হবে। আমি কিছু সিনসিটিভ ইস্যু নিয়ে এই কন্টেন্ট এ কথা বলব ।কারন DARK WEB মানেই অন্ধকার জগৎ যার কার্যকলাপ এত সেনসিটিভ যে আমি চাচ্ছি সরাসরি এই পেইজে কথা না বলে নতুন আরেকটি পেইজে কন্টেন্টটি তুলে ধরি। 

আজ আমি আপনাদের এক অন্ধকার জগতে নিয়ে যাব।সে জগতে লুকিয়ে আছে অসংখ্য বিবেক-বর্জিত ও মনুষ্যত্বহীন মানবমুর্তি। তাদের সাথে পরিচিত হতে আপনি কী আদৌ প্রস্তুত ?  তাই আমি কন্টেন্ট শুরুর আগে অনুরোধ করছি আপনি সেনসিটিভ মাইন্ডের ব্যক্তি হলে নিজেকে এড়িয়ে নিন। আর যদি আপনি আগ্রহী হয়ে সেই জগতটি আমার সাথে ট্রাভেল করতে চান তাহলে আপনাকে স্বাগতম।নিচের লাইনে ট্যাপ করে চলুন আমার সাথে অন্ধকার জগতে।


Post a Comment

Previous Post Next Post